বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

গোপালগঞ্জে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ১, আহত ১১

অনলাইন ডেস্ক

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস এবং কাভার্ডভ্যানের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। এই দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ঘটনাটি ঘটে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে, কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউদ্দিন খান জানিয়েছেন, খুলনা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। বাসটি পোনা বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে বাস এবং কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এই ঘটনায় একজন নিহত এবং অন্তত ১১ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ