ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর কার্যক্রমের প্রতি সমর্থন প্রকাশ করে জাতিসংঘের সাধারণ পরিষদে দুটি প্রস্তাব পাস হয়েছে।
আল জাজিরার তথ্য অনুযায়ী, বুধবার (১১ ডিসেম্বর) ১৯৩ সদস্যবিশিষ্ট জাতিসংঘ সাধারণ পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৫৮টি দেশ। ৯টি দেশ প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয়, আর ভোটদানে বিরত থাকে ১৩টি দেশ।
যদিও সাধারণ পরিষদে গৃহীত রেজ্যুলেশন মানার কোনো বাধ্যবাধকতা নেই, তবে এটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। গাজা সংকট নিয়ে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি পুনরায় স্পষ্ট হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে একাধিকবার জাতিসংঘে রেজ্যুলেশন উত্থাপন হয়েছে। কিছু রেজ্যুলেশন গৃহীত হলেও যুদ্ধক্ষেত্রে এর উল্লেখযোগ্য কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি।
প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৪ হাজার ৮০০ জনের বেশি প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই ফিলিস্তিনি নারী ও শিশু। আহত হয়েছে ১ লাখ ৬ হাজার ২৫৭ জনেরও বেশি। এই মানবিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে ইসরায়েল এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানায় জাতিসংঘ।