বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
spot_img
শিরোনাম

‌গাজায় ৯৫% জমি চাষের অযোগ্য: জাতিসংঘ

অনলাইন ডেস্ক

ইসরায়েলের লাগাতার সামরিক অভিযান ও অবরোধে গাজা উপত্যকার কৃষি খাত প্রায় ধ্বংসের মুখে। জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, গাজার ৯৫ শতাংশেরও বেশি কৃষিজমি বর্তমানে চাষের অযোগ্য হয়ে পড়েছে। ফলে যুদ্ধবিধ্বস্ত এই উপত্যকার বাসিন্দারা মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গাজাবাসীর খাদ্য উৎপাদন ব্যবস্থা প্রায় সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এতে করে অঞ্চলটির ২২ লাখের বেশি মানুষ এখন দুর্ভিক্ষের প্রহর গুনছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বিশেষজ্ঞ ড. মুহাম্মদ আল-হাবাশ জানান, “গাজার মাটি এখন কেবল রক্তে নয়, যুদ্ধের অস্ত্র ও বোমার ক্ষতিকর উপাদানে দূষিত। শুধু বর্তমান প্রজন্মই নয়, ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তাও চরম হুমকির মুখে পড়েছে।”

বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ থেমে গেলেও গাজার কৃষিজমিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে ১০ থেকে ১৫ বছর সময় লাগবে। তবে চলমান অবরোধ ও সংঘাতের প্রেক্ষাপটে তা একপ্রকার অসম্ভব হয়ে পড়েছে।

এই সংকট শুধু কৃষিজমির ধ্বংস নয়, বরং গাজাবাসীর অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে এক ভয়াবহ মোড় নিয়ে এসেছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ