গাজায় ইসরায়েলি অবরোধ চলাকালে যুক্তরাষ্ট্র নতুন এক মানবিক সহায়তা তহবিল গঠন করছে। এই তহবিল গঠনের উদ্দেশ্য হলো ইসরায়েলের সহযোগিতায় সহায়তা বিতরণ করা, তবে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোকে এই প্রক্রিয়া থেকে দূরে রাখা। রোববার (১১ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) নামের এই নতুন সংস্থাটি সহায়তা বিতরণের ক্ষেত্রে ইসরায়েলের নিরাপত্তা সহায়তা পাবে। তবে ইসরায়েল সরাসরি এর সঙ্গে যুক্ত থাকবে না। বৃহস্পতিবার এই পরিকল্পনার ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি বরুস।
জিএইচএফ একটি নতুন ত্রাণ বিতরণ ব্যবস্থার প্রস্তাব দিয়েছে, যা প্রচলিত জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার কাঠামোর বিকল্প হিসেবে কাজ করবে। এই কাঠামোর অধীনে বেসরকারি ঠিকাদারদের মাধ্যমে গাজায় বিতরণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হবে। সেখানে ফিলিস্তিনিদের সরাসরি উপস্থিত হয়ে সহায়তা সংগ্রহ করতে হবে।