বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

গরু চোর সিন্ডিকেটের প্রধান গ্রেফতার, প্রতিশোধে ওসির বাড়ি থেকে গরু লুট!

অনলাইন ডেস্ক

কক্সবাজারের পেকুয়া-বরইতলী সড়কে একটি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়ার সময় স্থানীয়রা বিষয়টি জানতে পেরে চিৎকার শুরু করলে চোরেরা পিকআপে গরু নিয়ে পালানোর চেষ্টা করে এবং গুলি ছুড়ে তাদের প্রতিরোধ করে।

এটি ঘটেছিল রোববার (২ মার্চ) রাত সাড়ে একটার দিকে, সড়কের পূর্বাঞ্চলীয় মেহেরনামা সালাহউদ্দিন ব্রিজের কাছে মাস্টার আহমদ কবিরের বাড়িতে।

মাস্টার আহমদ কবিরের ছেলে, মনিরুল কবির রাশেদ গরুগুলো পালন করতেন। তার বড় ভাই জাহেদুল কবির চট্টগ্রামের চকবাজার থানার ওসি।

স্থানীয়দের মতে, চকরিয়া ও পেকুয়া অঞ্চলে গরু চুরির ঘটনা খুবই সাধারণ হয়ে উঠেছে, এবং এই কারণে অনেকেই রাতের বেলা ঘুমাতে পারেন না।

সম্প্রতি চট্টগ্রাম শহরের চকবাজার থানার পুলিশ প্রধান গরু চোর সিন্ডিকেটের সদস্য নবী হোসাইনকে গ্রেফতার করেন। স্থানীয়দের ধারণা, ওসির গ্রামে এই ক্ষোভের কারণেই গরু চুরি হতে পারে।

পেকুয়া থানা পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগীদের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ