এম এ খালেক ফাউন্ডেশন গরীব মেধাবী শিক্ষার্থী,অসুস্থ রোগী, অস্বচ্ছল পরিবারকে সহায়তা সহ মানব কল্যাণে কাজ করবে। গরিব-দুঃখীদের বিপদে তাদের সহায়তা দান রমজানেরই শিক্ষা। রোজা রাখার পাশাপাশি সমাজের বিত্তবানদের দায়িত্ব রয়েছে অসহায়দের পাশে দাঁড়ানোর।
মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে চাচা খালেক ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করার সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার এসব কথা বলেন।
বুধবার (১৩ মার্চ) সকালে পটিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডে চাচা খালেক ফাউন্ডেশনের অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইফুল ইসলাম, পৌরসভা আওয়ামী লীগের সদস্য বি এম নাজিম উদ্দীন, জামাল উদ্দিন, মঈনুল ইসলাম মুন্না, মো: রুবেল, ইমন,আজিজ প্রমূখ।