বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডে বিতর্কিত লেখা, উত্তেজনা সৃষ্টি

অনলাইন ডেস্ক

খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডে শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে’ এমন একটি লেখা প্রদর্শিত হয়।

স্থানীয় ছাত্র-জনতা জানান, ডিজিটাল বিলবোর্ডের স্ক্রোলিংয়ে এই লেখা প্রকাশ হওয়ার পর ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর তারা খুলনা রেলস্টেশনে জড়ো হয়ে উত্তেজনা সৃষ্টি করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে, খুলনা মহানগর বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসে পরিস্থিতি শান্ত করেন।

এ ঘটনায়, ডিজিটাল বোর্ড অপারেটর ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী আসলাম হোসেন সেন্টুকে বিক্ষুব্ধ জনতা পুলিশে হস্তান্তর করেন। সদর থানার ইন্সপেক্টর শাহাজাহান আহমেদ জানান, নিরাপত্তা কারণে তাকে হেফাজতে নেয়া হয়েছে এবং এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেবে রেলওয়ে থানা।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ