রবিবার, ৫ অক্টোবর ২০২৫
spot_img
শিরোনাম

সীতাকুণ্ডে অটোরিকশা চালককে জবাই করে হত্যা, দুই জন কে গণপিটুনি

অনলাইন ডেস্ক

 

মোঃ জাহাঙ্গীর আলম, সীতাকুণ্ড 
সীতাকুণ্ড বাজারের এক কিলোমিটার উত্তরে শেখপাড়া নামক স্থানে অটোরিকশা ছিনতাই করে মোহাম্মদ জাহিদ পিতা দিদারুল আলম ঠিকানা পশ্চিম সোনাইছড়ি ৭নং ওয়ার্ডের বাসিন্দাকে জবাই করে তার অটোরিকশা নিয়ে যায়।

এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার অটোরিকশা জন্য একটি মানুষের জীবন, জীবনের কোন দাম নাই , বিক্রি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে দুই আসামি ১। মোঃ বাপ্পি পিতা মানিক ২। মোঃ রাজিব পিতা অজ্ঞাত উভয়ের ঠিকানা শান্তির হাট সন্দীপ।সীতাকুণ্ডের শেখপাড়া এলাকায় অটোরিকশা ছিনতাইকালে বাধাদানকালে চালক কে জবাই করে হত্যা। ১লা অক্টোবর বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড জিনিয়াস স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী, মো. জিহাদ। পরিবারের অর্থিক সমস্যার কারণে মার্চ মাসের শেষের দিকে সর্বোচ্চ ছাড়দিয়ে জিনিয়াস স্কুলে মো. জিহাদ কে ভর্তি নিয়েছিলাম পড়াশোনা চলাকালীন বিভিন্ন সুযোগ সুবিধা দিতাম । পারিবারিক অসচ্ছলতা কাটাতে পূজার বন্ধ পরিবারকে কিছুটা সাহায্য করার জন্য রিক্সা নিয়ে বাহির হয়েছিল। ডাকাত দল ছোট ছেলে থেকে সহজে রিক্সা ছিনতাই করতে পারবে বলে, পরিকল্পনা করে ভাড়ায় ওঠে নির্জনে নিয়ে গিয়ে হত্যা করে তার পিতা দিদারুল আলম জানান। দিদারুল আলম চা দোকানের দক্ষ কারিগর।আল্লাহ তার এই শাহাদাৎ কে কবুল করুক এবং তাকে জান্নাত বাসি করুক।ছিনতাইকারী সন্ধীপ শান্তির হাটের বাপ্পি ও রাজিব আটক সীতাকুণ্ড থানায়।

জিসান পিতা দিদারুল আলম খুন হন পৌরসভার ময়লার টালে।
খুনের ঘটনায় দুই জন কে গ্রেফতার করে সীতাকুণ্ড থানার পুলিশ। গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুন্ড মডেল থানার ওসি মুজিবুর রহমান।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ