বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

খাগড়াছড়ি পৌর এলাকা অপর্ণা চৌধুরী পাড়ায় এক শিশুর রহস্যজনক মৃত্যু।

ত্রিপন জয় ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।

শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ঘটনাস্থল থেকে নিহত থৈঅং প্রু মার্মার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন।

জানা যায়, জেলা শহরের অপর্ণা চৌধুরী পাড়ার বাড়িতে রেখে বেলা সাড়ে ১১টার দিকে বাইরে যান মালিকের স্ত্রী মাসিনু মার্মা। ঘণ্টা খানেক পর ফিরে এসে গেট খোলার জন্য থৈঅংকে ডাকাডাকি করে, কিন্তু কোন সাড়া না পেয়ে প্রতিবেশীর সহযোগিতায় দেয়াল পার হয়ে গেট খোলা হয়। এ সময় বাড়ির উঠানে বালুর স্তুপে পড়ে ছিল শিশুর নিথর দেহ। দুপুরে এ ঘটনা ঘটলেও ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহত থৈঅং প্রু মার্মা গুইমারা উপজেলার দেওয়ানপাড়ার থঅংগ্য মার্মার ছেলে। এক বছর আগে জেলা শহরের অপর্ণা চৌধুরী পাড়ার এ বাড়িতে গৃহ পরিচায়ক হিসেবে কাজের জন্য আনা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির উঠানের বালুর স্তুপ থেকে মরদেহ উদ্ধার করে। খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত করা পরে লাশ পরিবারের হাতে হস্তান্তর করা হয়। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে পুলিশ জানান, পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ