শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
spot_img
শিরোনাম

খাগড়াছড়িতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন

ত্রিপন জয় ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।

খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনীর মাধ্যমে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ শুরু হয়েছে।

“জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়” প্রতিপাদ্যে আয়োজিত এই সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। তিনি ফিতা কেটে ও রঙিন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠান উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, এনএসআই-এর যুগ্ম পরিচালক নাছির মোহাম্মদ গাজী, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, বিভিন্ন কলেজের অধ্যক্ষগণ এবং জেলা পর্যায়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম।

উদ্বোধনের পর অতিথিরা প্রকল্প প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন। স্টলে প্রদর্শিত হয় বৃষ্টির পানি সংরক্ষণসহ নানা ধরনের উদ্ভাবনী প্রকল্প, যা বিজ্ঞান ও প্রযুক্তির নানা দিক তুলে ধরে।

এই তিন দিনব্যাপী (১৪-১৬ মে, ২০২৫) অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা, বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা এবং প্রকল্প প্রদর্শনীর চূড়ান্ত বাছাই।

আগামী শুক্রবার (১৬ মে, ২০২৫) সকাল দশটায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অতিথিরা তাদের বক্তৃতায় বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞানের প্রয়োজন আছে।”

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ