খাগড়াছড়ি, ৬ আগস্ট ২০২৫ — ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই বিপ্লব ও গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পলায়নের বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে আজ এক বর্ণাঢ্য বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শহরের প্রাণকেন্দ্রে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এই কর্মসূচি রাজনৈতিক সচেতনতা ও গণতান্ত্রিক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে।
বেলা বারোটায় জেলা শহরের বিএনপি কার্যালয় থেকে শুরু হয় বিজয় এই মিছিল। নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে শহরজুড়ে বিজয়ের আবহ সৃষ্টি করেন।
শাপলা চত্বর মুক্তমঞ্চে অনুষ্ঠিত বিজয় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন কুমার চাকমা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন,
“জুলাই বিপ্লব ছিল জনগণের বিজয়, গণতন্ত্রের পুনর্জাগরণ। এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয়, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধই পরিবর্তনের পথ খুলে দেয়।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ আফসার, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিজয় মিছিলে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যা গণজাগরণের বার্তা বহন করে।
জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
মিছিলে তরুণদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। সমাবেশে বক্তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান। আনন্দ শোভাযাত্রার আয়োজনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে, যা জনমনে ব্যাপক সাড়া ফেলে।