রবিবার, ১১ মে ২০২৫
spot_img
শিরোনাম

খাগড়াছড়িতে গণঅভ্যুত্থানে আহতদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ

ত্রিপন জয় ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।

জুলাই-আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মাঝে খাগড়াছড়িতে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে।

৭ মে ২০২৫, বুধবার খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের আয়োজনে এই কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহত সকলের পাশে আমি আছি এবং থাকবো। যেকোনো প্রয়োজনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দরজা তাদের জন্য সর্বদা খোলা।”

সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, জেলা পরিষদ সদস্য মো. শহীদুল ইসলাম সুমন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাজিব পালিত, সিনিয়র কার্ডিওলজিস্ট ডা. পূর্ণ জীবন চাকমা, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. নয়ন ময় ত্রিপুরা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাহিদ হাসান প্রমুখ।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে খাগড়াছড়িতে আহত হন ১৬ জন ও নিহত হন একজন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ