খাগড়াছড়িতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা। আজ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিদ্বন্দ্বী দিবস পালিত হয়েছে।
“অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্যাপিত হয়েছে।
৩ ডিসেম্বর ২০২৪ , মঙ্গলবার সকালে টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের অফিসার্স ক্লাবের অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।প্রধান অতিথির বক্তব্যে জিরুনা ত্রিপুরা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের প্রতিভা, সক্ষমতা এবং সৃজনশীলতা সমাজের উন্নয়নে অসামান্য ভূমিকা রাখতে পারে। তাদের জন্য শিক্ষা, কর্মসংস্থান এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। তাদের স্বপ্ন পূরণের পথ সুগম করে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে আমাদের সম্মিলিত প্রয়াস অত্যন্ত জরুরি। বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রতিটি মানুষের সমান সুযোগ প্রয়োজন। তাই, আমাদের উচিত তাদের জন্য একটি অন্তর্ভুক্তি মূলক সমাজ গড়ে তোলা, যেখানে তারা আত্মসম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে।
তিনি আরও বলেন,বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রতিটি মানুষের সমান সুযোগ প্রয়োজন। তাই, আমাদের উচিত তাদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা, যেখানে তারা সম্মানের সাথে জীবনযাপন করতে পারে।
এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) রুমানা আক্তার, সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান,জেলা পরিষদ সদস্য সাথোয়াই প্রু চৌধুরী,জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মো. শাহজাহান, বাজার ব্যবসায়ী সমিতি’র সভাপতি মো. ইউনুস। এ সময় অন্যান্য অতিথিদের সাথে যারা বিভিন্ন জায়গা থেকে প্রতিবন্ধী অভিভাবকরাও উপস্থিত ছিলেন। পরে প্রতিবন্ধী শিশু কিশোরদের নিয়ে মনোমুগ্ধ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।