মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
spot_img
শিরোনাম

ক্যানসারে আক্রান্ত পাপিয়া সারোয়ার আজ সকালে মৃত্যুবরণ করেন

অনলাইন ডেস্ক

একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ার আর নেই। আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি।

পাপিয়ার স্বামী সারোয়ার এ আলম জানিয়েছেন, সকালে সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে চিকিৎসক তার লাইফ সাপোর্ট খুলে তাকে মৃত ঘোষণা করেন। পাপিয়ার জানাজা ধানমন্ডি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে এবং তারপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

পাপিয়া সারোয়ার ১৯৫২ সালের ২১ নভেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই রবীন্দ্রসংগীতের প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন তিনি ছায়ানটে ভর্তি হন এবং পরে বুলবুল ললিতকলা একাডেমিতে গান শেখেন। ১৯৬৭ সাল থেকে তিনি বেতার ও টিভি শিল্পী হিসেবে গান গাইতে শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগে পড়াশোনা করা অবস্থায়, ১৯৭৩ সালে তিনি ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে ডিগ্রি নিতে ভারতে যান।

তার প্রথম অডিও অ্যালবামটি ১৯৮২ সালে প্রকাশিত হয়, যা ছিল তার নামেই ‘পাপিয়া সারোয়ার’। সর্বশেষ অ্যালবাম ‘আকাশপানে হাত বাড়ালাম’ ২০১৩ সালে প্রকাশিত হয়। তার বিশেষ কণ্ঠ ও গায়কির প্রশংসা সংগীতাঙ্গনে ব্যাপকভাবে হয়েছে। পাপিয়া সারোয়ারের জনপ্রিয় গান ‘নাই টেলিফোন নাই রে পিয়ন নাইরে টেলিগ্রাম’ বহু শ্রোতার মনে জায়গা করে নিয়েছে।

২০১৩ সালে তিনি বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন এবং ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ পান। ২০২১ সালে তিনি একুশে পদক প্রাপ্ত হন। পাপিয়া সারোয়ার একসময় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯৬ সালে তিনি গীতসুধা নামে একটি গানের দল প্রতিষ্ঠা করেছিলেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ