চট্টগ্রামের ঐতিহ্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর চট্টগ্রাম বিভাগের উদ্যোগে গত ৮ জুন, শনিবার, বিকেল ৪টায় নগরীর আন্দরকিল্লা মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমি হলে সংগঠনের সদস্যদের মধ্যে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ও রবীন্দ্র-নজরুল সাংস্কৃতিক প্রতিযোগিতায় মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী লায়ন ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী। প্রধান আলোচক ছিলেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠক সাবরিনা আফরোজা।
চট্টগ্রাম হলি পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সজীব শীলের অনুষ্ঠিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. কালিম শেখ, জাতীয় শ্রমিকলীগ কোতোয়ালী থানা শাখার সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, সাংস্কৃতিক সংগঠক ডা. উদয় শঙ্কর রায়, নিহার ভট্টাচার্য্য, ক্রীড়া সংগঠক বায়েজিদ ফরায়েজি, বিশিষ্ট ব্যবসায়ী সুভাষ দেবনাথ, সঙ্গীতশিল্পী সালমা বিনতে ইব্রাহিম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটাতে হবে। এক্ষেত্রে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। এখন স্মার্ট যুগের বাংলাদেশ। শুধুমাত্র লেখাপড়া দিয়েই এবং পুথিগত বিদ্যা দিয়ে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হওয়া সম্ভব নয়। তরুণ প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চায় আত্মনিয়োগ হতে হবে।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও নৃত্য প্রশিক্ষক মধু চৌধুরী। সংগঠনের সাংগঠনিক সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক অধ্যক্ষ মাহবুবুল আলম মাহবুব, আবৃত্তি প্রশিক্ষক কবি সঞ্চয় কুমার দাশ প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার লায়ন জাবেদ আবছার চৌধুরীকে করোনাকালীন চিকিৎসাসেবায় দুঃসাহসিক নেতৃত্ব এবং সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বঙ্গবন্ধু সম্মাননা স্মারক ২০২৪ প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও রবীন্দ্র-নজরুল সাংস্কৃতিক প্রতিযোগিতায় মেধা তালিকা উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করে
কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী
কেবল পুথিগত বিদ্যা দিয়ে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হওয়া সম্ভব নয়
অনলাইন ডেস্ক