অনাড়ম্বরভাবে ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। এই নির্দেশনার আওতায় দক্ষিণ জেলা বিএনপিসহ দেশব্যাপী জেলা ও মহানগরে জাতীয়তাবাদী দল-বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের অনাড়ম্বর ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের তাগিদ দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
এই রমজান মাসে দলের পক্ষ থেকে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নিজেদের সামর্থ অনুযায়ী বাহুল্য পরিত্যাগ করে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করতে হবে। এক্ষেত্রে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ)সহ সারাদেশে ওয়ার্ড পর্যায়ে মসজিদ কিংবা বাজার সংলগ্ন খোলা জায়গায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করতে হবে।
ইফতার ও দোয়া মাহফিলে উল্লেখযোগ্য সংখ্যক সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে। ব্যানারে শুধুমাত্র ‘ইফতার ও দোয়া মাহফিল’ লেখা থাকবে। আগামী ২০ রমজানের মধ্যে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন করতে বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক ইদ্রিস মিয়া এবং সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনকে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।