শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

কুরআনের দিশারি চার হাফেজকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার অন্তর্গত মোহাম্মদিয়া হাফিজুল উলুম হেফজখানা ও এতিমখানায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের হেফজ সমাপনকারী চারজন ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়েছে।

গত ৩ জানুয়ারি শুক্রবার দুপুরে মোহাম্মদিয়া হাফিজুল উলুম হেফজখানা ও এতিমখানায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুঞ্জুছায়া আবাসিক এলাকার সম্মানিত সহ-সভাপতি আলহাজ্ব শাহ আলম কন্ট্রেকটর। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মোহাম্মদ আহছান হাবীব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং হাফেজদের পাগড়ি প্রদান করেন হাফেজ মোহাম্মদ আহছান হাবীব। বিশেষ অতিথি হিসেবে বয়ান রাখেন এইচ এম ইউসুফসহ আরও অনেকে।

অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, “কুরআন মানবতার মুক্তির সনদ। পথহারা মানুষকে আলোর দিশা দেখাতে আল্লাহতায়ালা কুরআন নাজিল করেছেন। অস্থির পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে হলে আমাদের আবার কুরআনের কাছে ফিরে যেতে হবে। প্রিয় নবী (সা.)-এর পদাঙ্ক অনুসরণ করেই মানবতার মুক্তি ও কল্যাণ সম্ভব।”

তাঁরা আরও বলেন, “কুরআনের হাফেজরা আলোর দিশারি। আল্লাহ তাঁদের অন্তরে কুরআনের প্রতিটি অক্ষর গেঁথে দিয়েছেন। তাঁদের মধুর কণ্ঠে কুরআনের তিলাওয়াত মুসল্লিদের মুগ্ধ করবে। তাঁদের দেখে সবাই কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ হবে।”

 

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ