বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

কুয়াশা-ঠাণ্ডার ভোগান্তি, বিকল বোট উদ্ধার করে সন্দ্বীপে পৌঁছায়

মাহমুদ মান্না, চট্টগ্রাম সন্দ্বীপ।

প্রায় ১৮৭ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে সন্দ্বীপে যাওয়ার পথে একটি ইঞ্জিন বোট বিকল হয়ে গেছে। যদিও ঘণ্টাখানেক পরে বোটটি উদ্ধার করে নিরাপদে গন্তব্যস্থলে নিয়ে যাওয়া হয়। গতকাল  বৃহস্পতিবার বিকাল ৪ টা ৩০ মিনিটের দিকে বোটটি সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট উদ্দেশ্য  রওনা দেয়। এর ২০ মিনিট  পর ওই বোটের ইঞ্জিন হঠাৎ করে বিকল হয়ে যায়। বোটের মাঝি মাঈন উদ্দিন  সাথে কথা বলে জানা যায় অতিরিক্ত ঢেউ এর কারণে জেলেদের জাল ইঞ্জিন পাখার সাথে আটকে যায় পাখা ছিড়ে নদীতে পড়ে যায়। মাঝি সন্দ্বীপ ঘাটে ফোন দিয়ে বিকল্প বোটের ব্যবস্থা করেন।

বিকল্প বোট কুয়াশার কারণে খুঁজে পাচ্ছিল না পরে আগুনের মশাল ও মেগলাইটের আলো দিয়ে বোটের অবস্থান চিহ্নিত করা হয় পরে নষ্ট বোটের সাথে রশি বেদে টেনে নিয়ে আসা হয় সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটে।

এসময় প্রচুর ঠান্ডা বাতাস ও কুয়াশার কারণে ভোগান্তিতে ও আতঙ্কিত পড়েন যাত্রীরা। বোটে থাকা যাত্রীদের কান্নায় আকাশ ভারি হয়ে উঠে বোটে পুরুষের চেয়ে মহিলাদের সংখ্যা বেশি ছিল।

বোটের যাত্রী জিসান জানান, ইঞ্জিন বিকল হওয়ার সাথে সাথে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। বোটে ছিল না কোনো আলোর ব্যবস্থা। অতিরিক্ত ঠান্ডায় নারী ও শিশুরা দুর্ভোগে পড়ে। এদিকে, বোটটির বিকল হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে যাত্রীদের স্বজনদের মাঝে উদ্বেগ দেখা দেয়।

বোট যাত্রী মাহমুদ (সাংবাদিকে) জানান, প্রায় এক ঘণ্টা পর সন্দ্বীপ থেকে একটি বোট এসে বিকল হওয়া বোটটি উদ্ধার করে গন্তব্যস্থল গুপ্তছড়ার দিকে রওনা দেয়। এরপর সন্ধ্যা ৭টায় বোটটি  গুপ্তছড়া ঘাটে  এসে পৌঁছালে যাত্রীদের হতাশা দুর হয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ