সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র প্রতি বছর কোন না কোন ঘটনার পিছু থামছে না। তার ধারাবাহিকতায় গতকাল শনিবার ভোররাতে কুমিরা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যুৎ কেবল চুরি হয়ে যায়। শুক্র, শনি, রবি—সরকারি তিন দিনের ছুটিতে চোরের একটি মহোৎসব চলছে। চোর থেকে রক্ষা পায়নি কুমিরা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যুৎ কেবল, যা সরকারি মাল।
কুমিরা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার নাসিম ফারহান বলেন, প্রতি বছর এই স্বাস্থ্য কমপ্লেক্সে কোন না কোন অপ্রীতিকর ঘটনা চলতেই আছে। তার ধারাবাহিকতায় গতকাল শনিবার ভোররাতে বিদ্যুৎ চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, তবে ঘটনার সাথে কারা জড়িত, বিষয়টি শনাক্ত করার চেষ্টা চলছে।