কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্স আবারও খুলে নতুন রেকর্ডের আভাস মিলেছে। শনিবার (৩০ আগস্ট) সকালে মসজিদের ১৩টি দানবাক্স খোলার পর সেখান থেকে ৩২ বস্তা ভর্তি নগদ টাকা, স্বর্ণালঙ্কার, রূপার গহনা ও বিদেশি মুদ্রা পাওয়া গেছে।
দানবাক্স খোলার কাজে অংশ নিয়েছেন মসজিদ কমপ্লেক্সের শিক্ষক-শিক্ষার্থী, মাদরাসা ও এতিমখানার প্রতিনিধি এবং কিশোরগঞ্জ রূপালী ব্যাংকের কর্মকর্তারা। দীর্ঘ ৪ মাস ১৮ দিন পর এবার দানবাক্সগুলো খোলা হয়। সংশ্লিষ্টদের ধারণা, এবার পাওয়া অর্থের পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
জেলা শহরের ঐতিহাসিক এই মসজিদটিতে মোট ১৩টি দানবাক্স রয়েছে, যা সাধারণত প্রতি তিন মাস অন্তর খোলা হয়। তবে এবারের বিরতি আগের তুলনায় দীর্ঘ ছিল।
এর আগে চলতি বছরের ১২ এপ্রিল দানবাক্স খোলার সময় ২৮ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। সেসময় গণনা শেষে মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছিল ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা। সেইসাথে পাওয়া গিয়েছিল বিদেশি মুদ্রা, স্বর্ণ ও রুপার অলংকার।
স্থানীয়রা জানান, পাগলা মসজিদের দানবাক্সে মানুষ নগদ অর্থ ছাড়াও হাঁস-মুরগি, গরু, ছাগলসহ নানা ধরনের সম্পদ দান করে থাকেন। অনেকেই বিশ্বাস থেকে, আবার অনেকে মানত পূরণে এখানে দান করেন।