শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

কাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত ঢাকার কিছু অঞ্চলে গ্যাস থাকবে না

অনলাইন ডেস্ক

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকার কিছু এলাকায় ১৩ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত কুড়িল বিশ্বরোড থেকে শাহজাদপুর সুবাস্তু টাওয়ার পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

প্রভাবিত এলাকায় গ্রামীণফোন প্রধান কার্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনিক হোটেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, অনন্ত এনার্জি রিসোর্স, পিনাকল পাওয়ার, প্রগতি সিএনজির মতো প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি আশেপাশের অঞ্চলে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

তিতাস গ্যাস জানিয়েছে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অধীনে এমআরটি লাইন-১ এর নদ্দা ভূগর্ভস্থ স্টেশনের কাজের কারণে গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হচ্ছে। এজন্যই সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ