বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

কাল কর্মবীর প্রজ্ঞানন্দ মহাথের এর ১৬তম মৃত্যুবার্ষিকী

রাউজান প্রতিনিধি

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংঘিক ব্যাক্তিত্ব, রাউজান উপজেলার ধর্মগ্রাম পুর্ব আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারের নবরুপকার, কর্মবীর প্রজ্ঞানন্দ মহাথের এর আগামীকাল বুধবার ১৬তম মৃত্যুবার্ষিকী ।
এ উপলক্ষে শান্তিময় বিহার পরিচালনা কমিটি ও প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদ সকালে স্মৃতি মন্দিরে পুস্পস্তবক অর্পন , সংঘদান ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হবে ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক ভদন্ত রতনশ্রী মহাথের ।
উল্লেখ্য একিসাথে প্রজ্ঞানন্দ মহাথেরর স্মৃতি মন্দির উৎসর্গ ও ম্যুরাল উম্মোচন করা হবে ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ