বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

কাপ্তাই বিএসপিআইতে জনসম্পৃক্ততা বৃদ্ধিতে আলোচনা সভা

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বিএসপিআই এ আলোচনা সভা অনুষ্ঠিত ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: গণযোগাযোগ অধিদপ্তরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি কর্মসূচির আওতায় রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৩ টা কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ( বিএসপিআই) এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

তারুণ্যনির্ভর বাংলাদেশ বির্ণামাণে তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার নিমিত্ত জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এই বিষয়ের উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জিসান বিন মাজেদ। এইসময় তিনি বলেন, একটি সমৃদ্ধিশালী রাষ্ট্র গঠনে তরুণদেরকে এগিয়ে আসতে হবে। বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়তে আগামীতে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

বিএসপিআই এর অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় বিষয়ের উপর ধারণাপত্র উপস্থাপন করেন বিএসপিআই এর সিভিল বিভাগের চিফ ইনস্ট্রাক্টর ড: মোহাম্মদ কামরুজ্জামান।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার মো দেলোয়ার হোসেন

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ