বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউজ পরিদর্শনে মুগ্ধ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই(রাঙামাটি)

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী  জুনাইদ আহমেদ পলক শুক্রবার (৫ এপ্রিল)  ৪ টায়  স্বপরিবারে  কাপ্তাই উপজেলার  শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালী এন্ড  পড হাউজ পরিদর্শন করেন। কর্ণফুলি নদীর কোল ঘেঁষে তৈরী বেসরকারি এই পর্যটন স্পট দেখে তিনি মুগ্ধ হন। পরে তিনি কর্ণফুলি নদীতে কায়াকিং করেন।

এর আগে মন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিসর্গ রিভার ভ্যালি  এন্ড পড হাউজে আসলে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন,  কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু সাইফুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান ও নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউজ এর পরিচালক নাছির উদ্দীন এবং কাপ্তাই থানার ওসি আবুল কালাম তাঁকে স্বাগত জানান।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ