শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে দেশীয় তৈরী চোলাই মদ সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই(রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে  ২৬ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ বিশাখা তনচংগ্যা নামে একজনকে আটক করা হয়েছে। তিনি কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর দেবতাছড়ি (ছোট পাগলী) গ্রামের বাসিন্দা বলে জানান কাপ্তাই থানার ওসি আবুল কালাম।

তিনি আরোও জানান, রাঙামাটি জেলা পুলিশ  সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার) ও কাপ্তাই সার্কেলের  অতিরিক্ত পুলিশ সুপার, মু: সাইফুল ইসলাম  এর  নির্দেশনায়  থানার  এসআই আল-আমিন, সঙ্গীয় এসআই নাজমুল হাসান, এএসআই মোঃ লিটন মিয়া, এএসআই  মোঃ রবিউল আলম  সঙ্গীয় ফোর্সসহ কাপ্তাই উপজেলার  ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর দেবতাছড়ি (ছোট পাগলী) গ্রামস্থ বিশাখা তনচংগ্যা’র বসত ঘরের শয়ন কক্ষ হতে  গত বুধবার (৩ এপ্রিল)   রাত সাড়ে ৮ টার  সময় বিশাখা তনচংগ্যা(৪৬), কে ২৬ (ছাব্বিশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

অবৈধ মাদক নিজ হেফাজতে রাখার অপরাধে তাঁর  বিরুদ্ধে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানান, বৃহস্পতিবার সকালে আসামীকে রাঙামাটি  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ