বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

কাপ্তাই উপজেলা সদরে হাঁসের খামারে ধরা পড়লো ১৪ ফুট লম্বা অজগর : কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই(রাঙামাটি)

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এ কর্মরত কাপ্তাই উপজেলা সদরের বাসিন্দা  প্রকৌশলী মোঃ ইসমাইল হোসেন এর হাঁসের খামার ঘরে ধরা পড়লো ১৪ ফুট লম্বা গোলবাহার  অজগর সাপ। অজগর সাপটির ওজন প্রায় ১৫ কেজি বলে জানান কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার আবু সুফিয়ান।

মঙ্গলবার (২৩ এপ্রিল)   ভোর সাড়ে  ৫ টায় স্থানীয় কয়েকজনের সহায়তা   অজগরটিকে ধরা হয় বলে জানান প্রকৌশলী মো: ইসমাইল হোসেন। তিনি আরোও জানান, অজগর সাপটি আমার  খামারের ৩-৪ টি হাঁস মেরে ফেলে। হঠাৎ শব্দ শোনার পর, আমরা রাত ৩ টা হতে অজগর সাপটিকে ধরতে চেষ্টা করি। অবশেষে মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় অজগর সাপটিকে ধরতে সক্ষম হই। সাপটিকে কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করেছি।

এদিকে একইদিন সকাল ১১  টায় ধৃত অজগর সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেন কাপ্তাই বন বিভাগের কর্মীরা। এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন,  পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার আবু সুফিয়ান, রাইং‌খিয়ংমুখ বনশুল্ক পরীক্ষণ ফা‌ড়িঁর স্টেশন কর্মকর্তা মো: মহিউদ্দিন চৌধুরী, কাপ্তাই উপজেলা পিআইও রুহুল আমিন  সহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ