শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই(রাঙামাটি)

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ (২য় পর্যায়) উপলক্ষে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার  প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার(২ মে)   সকালে রাঙামাটি  জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ প্রদান করেন।

এ সময় কাপ্তাই উপজেলা  সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন সহ প্রার্থী এবং তাদের এজেন্টরা  উপস্থিত ছিলেন।

রাঙামাটি জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় হতে প্রাপ্ত তালিকায় কাপ্তাই উপজেলা- চেয়ারম্যান এর বরাদ্দকৃত প্রতীক-

১। নামঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী

প্রতীকঃ আনারস ।

২। সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা

প্রতীকঃ ঘোড়া

৩। মোঃ নাছির উদ্দিন

প্রতীকঃ দোয়াত কলম ।

কাপ্তাই ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থীর নাম ও বরাদ্দকৃত প্রতীক- 

০১। নামঃ আব্দুল হাই খোকন

প্রতীকঃ টিউবওয়েল

০২। সুইপ্রু মারমা

প্রতীকঃ টিয়া পাখি

০৩। মোঃ কামাল উদ্দিন

প্রতীকঃ উড়োজাহাজ

কাপ্তাই মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীর নাম ও বরাদ্দকৃত প্রতীক : 

১। নামঃ বিউটি হোসেন

প্রতীক: কলস

২। নামঃ ফারহানা আহমেদ

প্রতীক: ফুটবল

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ