শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

কাপ্তাইয়ে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই(রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর কুকিমারা বৌদ্ধ বিহার প্রাঙ্গনে স্থানীয় গ্রামীন মহিলাদের নিয়ে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১২ টায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার অধীন কাপ্তাই তথ্য আপা এই উঠান বৈঠক এর আয়োজন করেন।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই  উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন।

কাপ্তাই তথ্যসেবা কর্মকর্তা তাহমিনা সুলতানার সভাপত্বিতে এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, কাপ্তাই সহকারি তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসাইন, কাপ্তাই উপজেলা উপ-সহকারী প্রকৌশলী লিমন চন্দ্র বর্মণ,কাপ্তাই উপজেলা ডেভেলপম্যান্ট ফ্যাসিলিটেটর ঝিমি চাকমা, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার সহ স্থানীয় ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে সরকারি বিভিন্ন ভাতা, জম্ম মৃত্যু নিবন্ধন এবং বাল্য বিবাহ নিয়ে আলোচনা করা হয়। এসময় অংশগ্রহনকারী ৫০ জন মহিলাকে ১০০ টাকা করে ভাতা প্রদান করা হয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ