বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

কানাডার প্রধানমন্ত্রী হিসেবে ৯ বছর পর পদত্যাগ করলেন জাস্টিন ট্রুডো

অনলাইন ডেস্ক

অবশেষে পদত্যাগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় সোমবার (৬ জানুয়ারি) প্রায় এক দশক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর, ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা হিসেবে তিনি পদত্যাগ করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটি জানায়, দলের প্রধানের পদ ত্যাগ করার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর পদও তার কাছে থেকে চলে গেছে। তবে অটোয়াতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দল একজন নতুন নেতা নির্বাচন না করা পর্যন্ত আমি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাব।”

ট্রুডো আরও বলেন, “দেশ একজন নতুন নেতা দাবি করে। সেই সঙ্গে আগামী ২৪শে মার্চ পর্যন্ত পার্লামেন্ট স্থগিত করার ঘোষণা দিয়েছেন তিনি।”

ট্রুডোর পদত্যাগের পেছনে ছিল দলের ভেতরে এবং সর্বমহল থেকে ক্রমবর্ধমান চাপ। বর্তমানে তার উত্তরসূরি হিসেবে সাবেক উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এবং কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা মার্ক কারনির নাম আলোচনায় রয়েছে।

এদিকে, কনজার্ভেটিভ দলের নেতা পিয়েরে পোইলিভরে এক বিবৃতিতে বলেছেন, ট্রুডোর পদত্যাগের ঘোষণায় কোনো কিছুই পরিবর্তন হয়নি। তিনি এক্সে লিখেছেন, “ট্রুডো ৯ বছর ধরে যা করেছেন, তার সবটাই সমর্থন করেছেন লেবার দলের প্রতিটি এমপি এবং নেতা।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ