সম্প্রতি কাতারে চালানো ইসরায়েলি সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকার কাতারের ওপর চালানো ইসরায়েলি সামরিক আগ্রাসনকে দৃঢ়ভাবে নিন্দা করছে। এই হামলাকে কাতারের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ জানিয়েছে, এই অযৌক্তিক ও অবৈধ হামলার বিরুদ্ধে কাতারের সরকার ও জনগণের পাশে রয়েছে বাংলাদেশ। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের এই পদক্ষেপ আবারও প্রমাণ করে যে দেশটি আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি এবং প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বিধি-বিধানকে উপেক্ষা করছে।
বাংলাদেশ মনে করে, এ ধরনের কর্মকাণ্ড বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রচেষ্টাকে গুরুতরভাবে ব্যাহত করছে। এজন্য জাতিসংঘসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ, যাতে দায়বদ্ধতা নিশ্চিত হয় এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি সম্মান বজায় থাকে।