সোমবার, ২১ জুলাই ২০২৫
spot_img
শিরোনাম

কাঞ্চন নগর ইউনিয়ন জামায়াতের অফিস উদ্বোধন, প্রধান অতিথি আব্দুল জব্বার

কামরুল হাসান, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।

গত ৭ ফেব্রুয়ারি শুক্রবার ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ফটিকছড়ি থানার আমীর নাজিম উদ্দিন ইমু।

কাঞ্চন নগর ইউনিয়ন জামায়াতের সভাপতি এডভোকেট আমিন উল্লাহর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার ফারুক আজম, থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি ও ইউনিয়ন শ্রমিক ফেডারেশন সভাপতি লোকমান চৌধুরী, ইউনিয়ন সহ-সভাপতি মিনহাজুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল জব্বার বলেন, “জামায়াত নেতারা ফাঁসির মঞ্চে গিয়েছেন, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাননি। আমরা দ্বীন কায়েমের আন্দোলন করি। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে অনায়াসে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, অনায়াসে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে।”

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ