বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

কাঞ্চনাবাদে অবৈধ গ্যাস ফিলিং কারখানায় ম্যাজিস্ট্রেটের অভিযান

মো. জিয়া উদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।

গত ২০ জানুয়ারি রাত ১১টার দিকে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পুতুন তালুকদার বাড়িতে (রেললাইন পূর্ব পাশে) একটি অভিযান পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে লাইসেন্স ছাড়া অবৈধ এবং ঝুঁকিপূর্ণ উপায়ে বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ক্রস ফিলিং করার সত্যতা পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয়দের অভিযোগ, চন্দনাইশ পৌরসভার বদুর পাড়া রাস্তার মাথার উত্তর-পশ্চিম পাশে মেসার্স শাহ্ রশিদিয়া রব্বানিয়া অটোমোবাইলের মালিক মো. জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়া সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করে আসছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, লাইসেন্সবিহীন অবৈধ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং এবং লাইসেন্সপ্রাপ্ত বিভিন্ন কোম্পানির নকল স্টিকার ব্যবহার করে সিলিন্ডার বাজারজাত করার গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অনেকগুলো বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ক্রস ফিলিং করার সত্যতা পাওয়া গেছে।

তবে অভিযানের আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। এ সময় অবৈধভাবে গ্যাস পরিবহনের কাজে ব্যবহৃত একটি গাড়ি আটক করে থানায় পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ