শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

কলম একাডেমি লন্ডন চট্টগ্রাম জেলা কর্তৃক দোয়া মাহফিল, ইফতার ও আলোচনা সভা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

গত   ২৩   শে  মার্চ  রোজ  শনিবার  সন্ধ্যে  ৬ টায় কলম একাডেমি লন্ডন (  জিয়া ভবন,  আন্দরকি়ল্লা , চট্টগ্রাম) নিজস্ব কার্যালয়ে কলম একাডেমি লন্ডন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে  দোয়া মাহফিল,ইফতার ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলম  একাডেমি  লন্ডন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও  বাংলাদেশ  শাখার  সভাপতি  কবি করুণা আচার্যের সভাপতিত্বে ও কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক লেখক ও     গণমাধ্যমকর্মী    মোহাম্মদ    কামরুল    ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলম একাডেমি   লন্ডন   কেন্দ্রীয়  কমিটির সাহিত্য সম্পাদক যথাক্রমে    কবি     কুতুবউদ্দিন   বখতেয়ার,   উপদেষ্টা আরিফুর  রহমান  আরিফ,নুরুল কবির করিমী,জামাল চৌধুরী বিপ্লব, শাহাদাত হোসেন পলাশ,মজিবুর রহমান আবু  সুফিয়ান, বেলাল হোসেন সিরাজী,আব্দুল হাকিম হোসেন ইব্রাহিম,এসএম জাহাঙ্গীর হাসান,আবু মোস্তফা নাঈম,মহিউদ্দিন,ইদ্রিস খান,আনিসুল কাদের,অধ্যাপক সেলিমুজ্জামান মজুমদার,শিশু সাহিত্যিক ও সাংবাদিক বিপুল বড়ুয়া, আফিফা  আবিয়াত, আবৃত্তিকার  প্রতিমা বড়ুয়া,  প্রান্তিকা বড়ুয়া, শিশু  সাহিত্যিক  অমিত  বড়ুয়া  ফিরোজ  শাহ  বাপ্পি ,এড.সুসেন  কান্তি দাশ, সাংবাদিক ইউনুস মেহেদী,আফনান রহমান,মোহাম্মদ জামাল,মোঃ মোহাম্মদ   ফোরকান,   মোহাম্মদ   সাফওয়ান   আদিল মোহাম্মদ   জয়   ইসলাম,  নারায়ণ  দে, সহ বিভিন্ন কবি সাহিত্যিক ও গুণীজন।

এতে   ভার্চুয়ালী    বক্তব্য   রাখেন লন্ডন হতে সংগঠনের প্রতিষ্ঠাতা    ও   পরিচালক   অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী।

তিনি  বলেন,  সংগঠন   আমাদের জীবনকে আলোকিত করে অসহায়,দরিদ্র মানুষকে বেঁচে থাকার স্বপ্ন দেখায়।মানুষকে  আত্মবিশ্বাসী  করে, সংগঠন  মানুষ  কে বেঁচে থাকার অনুপ্রেরণার একমাত্র যোগানদাতা।

যে   কোন  সংগঠন  যে কোন  মানবকল্যানমূলক কাজে যখন   সম্পৃক্ত   থাকে,  মানুষ   তাতে  এক  ধরনের সুখ অনুভব করে।সংগঠন হতাশা, দুঃখবোধ থেকে মানুষকে মুক্ত করে। তিনি  কলম একাডেমি লন্ডনের পাশে থেকে সাহিত্য  ও মানবতার  কল্যানে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা বলেন,মুসলমানদের জন্য মাহে  রমজান একটি পবিত্র মাস। এই মাস সংযম, ধৈর্য, সৃষ্টিকর্তার নিকট ক্ষমা প্রার্থনা ও কল্যাণ কামনার মাস।

মুসলমানতো বটেই অন্যান্য ধর্মাবলম্বী সাধারণ মানুষ ও এই মাসকে  পবিত্র ও  সম্মানের চোখে দেখে।  এই মাসে দান খয়রাত  করলে তার প্রতিদান বেশী। রোজাদার কে ইফতার  করানো বা আপ্যায়ন করা বড়ই পুণ্যের কাজ। মাহে রমজানের শিক্ষাকে সবর বা ধৈর্য ও সহনশীলতার শিক্ষা বলা হয়ে থাকে। বক্তারা আরো বলেন,রোজাদার সামর্থ্য   থাকা   সত্ত্বেও   ক্ষুধার্ত  থাকেন এবং অনাহারী, অর্ধাহারীদের সঙ্গে সমবেদনা জ্ঞাপন করেন। তাই মাহে রমজান মানুষকে দুঃখীজনের পাশে দাঁড়াতে শিক্ষা দেয়  সৃষ্টিজগতের প্রতি উদার, সহমর্মিতা এবং দয়াশীল হতে শিক্ষা দেয়।

দোয়া  মাহফিল,  ইফতার  ও  আলোচনা সভায় সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি সংগঠক ও লেখক মোহাম্মদ শাহাদাত  হোসেন  পলাশ  কে  কলম  একাডেমি  লন্ডন চট্টগ্রাম    জেলা   শাখার  পক্ষ  থেকে  ফুলেল  শুভেচ্ছা জানানো হয়।

পরিশেষে   সভাপতি   সকলকে   সার্বিক  সহযোগিতার জন্য ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ