শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

কলকাতায় এমপি আনার হত্যা তদন্তে ডিবির প্রতিনিধি দল

ডেস্ক রিপোর্ট

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড তদন্তে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের নেতৃত্বে তিন সদস্যের দল কলকাতায় পোঁছেছে।

বাংলাদেশ সময় রোববার (২৬ মে) বেলা সাড়ে ১১ টার দিকে কলকাতায় পৌঁছায় তারা। এদিন সকালে কলকাতার উদ্দ্যেশে রওনা হন তারা।

তদন্ত কমিটিতে রয়েছেন ওয়ারি বিভাগের ডিসি মুহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শাহীদুর রহমান। মহানগর গোয়েন্দা প্রধান জানান, শাহীনকে দেশে ফিরিয়ে আনতে পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে আবেদন করা হবে।

তিনি জানান, শাহীন এই হত্যার মাস্টারমাইন্ড বলে নিশ্চিত হয়েছে কলকাতা ও ঢাকার গোয়েন্দারা। শাহিন আমেরিকায় আছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের তদন্ত দল কলকাতায় প্রথমে ঘটনাস্থলে যাবেন। এরপর ভারতে গ্রেপ্তার জিহাদ হাওলাদারকেও জিজ্ঞাসাবাদ করবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ