শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

কর্ণেল দিদারুল আলমের উদ্যোগে হাটহাজারীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাহেদুল আলম জাহিদ, হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম।

হাটহাজারীতে সম্মানিত রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল মোঃ দিদারুল আলম, পিএসসি (অবঃ)। রোববার (১৬ মার্চ) হাটহাজারী উপজেলার মির্জাপুরে কর্ণেল দিদারের নিজ বাসভবনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ছাত্রনেতা মো. আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এবি পার্টির চট্টগ্রাম উত্তর জেলা সমন্বয়ক ন. ম. জিয়াউল হক চৌধুরী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহবায়ক এডভোকেট গোলাম ফারুক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় বিদ্যুত ও জ্বালানী বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. লোকমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব এডভোকেট সৈয়দ আবুল কাশেম, প্রফেসর ড. মাইমুল আহসান খাঁন, হাটহাজারী ইঞ্জিনিয়ার্স ফোরামের আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ নুরুল্লাহ সবুজ, হাটহাজারী উপজেলা খেলাফত মজলিশের সভাপতি ওজাইর আহম্মদ হামিদী, গণ অধিকার পরিষদের আহবায়ক মো. শোয়াইব, এবি পার্টির চট্টগ্রাম উত্তর জেলার সমন্বয়ক কমিটির সদস্য মো. বোরহান উদ্দিন, হাটহাজারী উপজেলার নেতা জয়নুল আবেদীন, মোঃ রিদুয়ান, মোঃ আজিম, মোঃ মাসুদ, ফাহিম প্রমুখ।

মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মো. মঞ্জুর এলাহী এবং শেষে মোনাজাত পরিচালনা করেন আল সাহাবা জামে মসজিদের খতিব মাওলানা সিরাজ উদ্দিন ইমামী।

এই সময় বক্তারা বলেন, “আমরা একটি সফল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের বুকে প্রোথিত ফ্যাসিবাদের ঝড় উপড়ে ফেলতে সক্ষম হয়েছি। আমরা দেখেছি কিভাবে ফ্যাসিবাদ আমাদের স্বাধীনতা, মানবাধিকার, এবং ন্যায়ের ওপর বারবার আঘাত এনেছে। কিন্তু এই দেশের জনগণ কখনো মাথা নত করেনি। বরং বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে, বাংলাদেশ কখনো অন্যায়ের কাছে পরাজিত হয় না। আজকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে—বাংলাদেশে আর কখনো যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়। আমাদের সমাজ, রাষ্ট্র, এবং রাজনীতির প্রতিটি স্তরে এই অঙ্গীকার দৃঢ় করতে হবে।”

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ