বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

কর্ণফুলীর সমস্যা নিয়ে জামায়াত ও সাংবাদিকদের মতবিনিময়

ওসমান হোসাইন, কর্ণফুলী, চট্টগ্রাম।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ণফুলী উপজেলার উদ্যোগে কর্ণফুলীতে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ নভেম্বর (সোমবার) সন্ধ্যা ৭ ঘটিকায় উপজেলা জামায়াত ইসলামী কার্যালয়ে উপজেলা আমির মনির আবছার চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি নুর উদ্দিন জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী, অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা অর্থ সম্পাদক অ্যাডভোকেট হারুন, ইলিয়াছ মেম্বার,আবুল মনছুর, জিয়াউর রহমান, মাওলানা মুছা,শের আলী মর্তুজা,মুছা মেম্বার প্রমুখ।

কর্ণফুলীতে জামায়াত ইসলামী নেতৃবৃন্দর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কর্ণফুলীর সমস্যা ও সম্ভাবনা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ণফুলী উপজেলার উদ্যোগে বিভিন্ন উদ্যোগ কার্যক্রম গ্রহণ করেছি ইতিমধ্যে আমি আশাবাদী কর্ণফুলীতে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তুলে ধরবেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কর্ণফুলী প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদুর রহমান নয়ন, সম্পাদক আবেদ আমরী সহ প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ