বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে যোগ দেওয়া শাহ আমানত সেতু এলাকায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ

অনলাইন ডেস্ক

শাহ আমানত সেতু এলাকায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে যোগ দেওয়া কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে নগরের বাকলিয়ার শাহ আমানত সেতু এলাকা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা।
এসময় তারা পুলিশের উপস্থিতি দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে।

সকাল ১১টার দিকে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে তারা ইটের টুকরো ছুঁড়ে মারেন।
তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোঁড়ে পুলিশ।

এর আগে ওই এলাকায় যানবাহন চলাচল করলেও বিক্ষোভ শুরুর পর তা বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিক্ষোভে যোগ দেওয়া চবি শিক্ষার্থীদের একজন মো. আলী বলেন, কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে তারা প্রায় ৫০০ জন সেখানে জড়ো হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) মো. আশরাফুল আলম বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে জামায়াত-শিবিরের কর্মীরা সেখানে অবস্থান নেওয়ার তথ্য আছে। নাশকতা এড়াতে পুলিশ সেখানে আছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ