শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

ওরশ মোবারকে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও মাজার জিয়ারত অনুষ্ঠিত

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।

ফটিকছড়ি লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের হাদীনগর দরবার শরীফের প্রখ্যাত অলিয়ে কামেল, অলীকুল সম্রাট, সুলতানুল আউলিয়া হজরত শাহান শাহ মাওলানা সৈয়দ হাদী উদ্দিন শাহ প্রকাশ হাদীবাদশাহ আউলিয়া (কঃ)-এর ২৪৮তম ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ওরশ মোবারক উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বাদে ফরজ খতমে কোরআন, মিলাদ মাহফিল, মাজার জিয়ারত ও মাজারে পুষ্পমাল্য অর্পণ।

বাদে যুহর অনুষ্ঠিত হয় খতমে দরুদে নারীয়া, খতমে গাউছিয়া আলিয়া, খতমে খাজেগান, খতমে কাদেরীয়া, মিলাদ-কিয়াম ও দোয়া-মোনাজাত।

বাদে মাগরিব, পুত্র বংশীয় শাজারার ধারাবাহিকতায় ৭ম তম নছলী ওয়ারিশ, হাদীয়ুল আশেক্বীন হজরত শাহ সুফি সৈয়দ মাওলানা আবদুল মাবুদ শাহ (র.)-এর তৃতীয় পুত্র, মাজার শরীফ, শাহী জামে মসজিদ ও মাদরাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা, পীর তরিকত হজরতুলহাজ আল্লামা সৈয়দ শহিদুল আলম শাহ আলহাদীর সভাপতিত্বে আউলিয়া কেরামদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে আগত অসংখ্য আশেক, ভক্ত, মুরিদান ও দেশবরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

সারাদিন ও রাতব্যাপী হাজার হাজার আশেক, ভক্ত, অনুরক্ত মুরিদীন ও মুহিব্বিন কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, সালাতুস সালাম ও নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও আউলিয়ায়ে কেরামের ফয়েজ-বরকত অর্জনের জন্য ওরশ মোবারকের রাতটি অতিবাহিত করেন।

আলেমদের তকরির ও আলোচনা সভা শেষে মিলাদ-কিয়াম, এবং পীর তরিকত হযরতুলহাজ আল্লামা সৈয়দ শহিদুল আলম শাহ আলহাদী (মাঃজিঃআঃ)-এর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর আগত সকল ভক্তবৃন্দের মাঝে উন্মুক্তভাবে তাবারুক বিতরণ করা হয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ