শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

ওমরার পথে হঠাৎ অসুস্থ হয়ে প্রিয় শিক্ষক নুর আহমদের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

কয়েকদিন আগে ওমরার উদ্দেশ্যে ঘর থেকে বের হন শিক্ষক নুর আহমদ (৫০)। পথের মধ্যে হঠাৎ অসুস্থ হলে তাকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে ভর্তি করান স্বজনরা। চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শিক্ষক নুর আহমদ রাঙ্গুনিয়া উপজেলার ১৩নং ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড নেজামশাহ পাড়ার মরহুম আলহাজ্ব আবুল বশরের ৩য় পুত্র সন্তান এবং উপজেলা উত্তর গাউসিয়া কমিটির যুগ্ম সম্পাদক ছালেহ আহমদ সওদাগরের বড় ভাই। নুর আহমদ ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ছিলেন। গত বছর তিনি স্কুল থেকে অবসরে যান।

তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শিক্ষক নুর আহমদের মৃত্যুতে উপজেলা উত্তর ও ইউনিয়ন গাউসিয়া কমিটি, ইসলামপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি, সাবেক ছাত্র পরিষদসহ নানান সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ