৫ আগস্টের পর ৩ মাস দেশের মধ্যে থাকা সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাপারে সরকারের অবগতির কথা জানাননি, ফলে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে, জানলে তাকে তৎক্ষণাত গ্রেফতার করা হতো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিভাগের আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, “শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে। হত্যা মামলার যে কোনো আসামির তথ্য পেলে তাকে গ্রেফতার করা হবে।”
তিনি আরও উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের ১৬ এমপিকে আগেই দেশ থেকে পালিয়ে যেতে বলেছিলেন। তবে, যারা নির্দোষ, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না, এমনটাও জানান তিনি। সভা শেষে পুলিশের মনোবল ফিরে এসেছে বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।