শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
spot_img
শিরোনাম

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব

মো. জিয়া উদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।

দেশব্যাপী চলমান তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে চন্দনাইশ গাছবাড়ীয়া সরকারি কলেজে ২ দিন ব্যাপী তারুণ্যের উৎসবের আয়োজন করা হয়। গত ৫ ফেব্রুয়ারি সকালে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর সহযোগিতায় তারুণ্যের উৎসব’র আলোকে ‘উদ্যোক্তা ও উদ্ভাবন মেলা’ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি গাছবাড়ীয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর রনজিৎ কুমার দত্ত। প্রথমদিনে পিঠা উৎসব, বালক-বালিকা পৃথক পৃথক উচ্চ লাফ, দীর্ঘ লাফ, ১০০, ২০০, ৪০০ মিটার দৌড়, ক্যারাম, দাবাসহ ১৬টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল ৬ ফেব্রুয়ারি সমাপনী দিনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা তারুণ্য উৎসবের আহবায়ক অধ্যাপক মোহাম্মদ হাসান ছরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর রনজিৎ কুমার দত্ত, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়া, অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক যথাক্রমে সাইফুদ্দিন, ইলিয়াস মিয়া, সাইফুল্লাহিল হোসাইন চৌধুরী, ড. সৌমেন বড়–য়া, ড. মাসুমা বেগম, সাফিয়া বিনতে শফি, প্রভাষক যথাক্রমে উজ্জ্বল বড়–য়া, মো. সোহেল, জান্নাতুল নাঈম, বাহা উদ্দিন প্রমূখ। বক্তাগণ বলেন, তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে এগিয়ে নিতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পিঠা উৎসব আমাদের শেকড়ের সঙ্গে সম্পর্কিত। আমাদের লক্ষ্য তরুণ প্রজন্মকে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা। তারুণ্যের ‘পিঠা উৎসব’ এই প্রচেষ্টারই একটি উদাহরণ। এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি করবে। দুই দিনব্যাপী গাছবাড়ীয়া সরকারি কলেজের এই উৎসবে ২৭টি স্টলে দেশের ঐতিহ্যবাহী ৫৫ প্রকারের বেশি পিঠার প্রদর্শনী ও বিক্রির আয়োজন করা হয়। এতে বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী পিঠাপুলির স্বাদ এবং ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে ফুটে ওঠে। মেলায় কলেজ শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প, স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম স্থান পেয়েছে। উৎসবমুখর এ আয়োজন তরুণদের পাশাপাশি চন্দনাইশের সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ