বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব

নিজস্ব প্রতিবেদক

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে চন্দনাইশ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে নানা কর্মসূচিতে ‘তারুণ্যের উৎসব’২৫’ উদযাপন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়।

এই উপলক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন উপকারভোগী এবং তরুণ-তরুণীদের নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। জুলাই’২৪ বিপ্লব, “এসো দেশ বদলাই, পৃথিবী বদলায়” উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ, নিরাপদ মাতৃত্ব, গৃহস্থালি কাজে নারী-পুরুষের সমান অংশগ্রহণ, পরিস্কার পরিচ্ছন্নতা ও প্রতিবন্ধীদের অধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন উপকারভোগী, ছাত্র-ছাত্রী সহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।

গতকাল ৫ ফেব্রুয়ারি সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন। আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা রশ্মি চাকমা, উপজেলা প্রকৌশলী জুনাইদ আবছার চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম ছালেহ উদ্দিন। সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার মো. শফিউল আজিমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টচার্য্য, সহকারী সমাজসেবা কর্মকর্তা ফারহানা জাহান, জুলাই আন্দোলনে আহত ফরহাদুল ইসলাম, সমাজসেবা কার্যালয় থেকে ঋণগ্রহীতা রিমা সুলতানা প্রমুখ। পরে শিক্ষার্থী ও বিভিন্ন রোগাক্রান্ত রোগীদের অনুদান এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ কার্ড বিতরণ করা হয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ