স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি বা রুরাল এমপ্লয়মেন্ট অ্যান্ড রোড মেইনটেনেন্স প্রোগ্রাম (আরইআরএমপি-৩) দরিদ্র ও অসহায় নারীদের সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১৭মে বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে এই চেক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রুপা,এলজিইডি কর্মকর্তা জুনাইদ আবছার চৌধুরী,জেলা সহকারী ট্রেনিং অফিসার সাদ্দাম হোসেনসহ এলজিইডি দপ্তরে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা বলেন নিজেদের কষ্টার্জিত আয়ের একটি অংশ সঞ্চয় করে প্রকল্প শেষে সঞ্চিত টাকা একত্রে পেয়ে নতুন স্বপ্নের দিগন্ত গড়ার পথ খুঁজে পেয়েছেন গ্রামে বসবাসকারী এসব প্রান্তিক নারীরা। দৈনিক ২৫০ টাকা মজুরির বিনিময়ে নিজ এলাকার গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের কাজ করেছেন এসব নারীরা। সেখান থেকে কাজের বিনিময়ে তারা নগদ গ্রহণ করেছেন ১৭০ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির-৩) তত্ত্বাবধানে সঞ্চয় খাতে জমা করেছেন ৫০ টাকা। দৈনিক ৫০ টাকার সঞ্চয় চার বছরে গিয়ে দাঁড়ায় ১লক্ষ ১৮ হাজার ৬৬১ টাকায় করে মোট ৬৪জন নারীকে চেক প্রদান করা হয়।
নারী কর্মী বলেন শেখা দাশ এত বড় অঙ্কের টাকা এর আগে আমি কখনো একসাথে দেখেননি। তাই সঞ্চয়ের চেক হাতে নিয়ে আমার মুখে স্বর্গীয় আভা ছড়িয়ে পড়েছে। আমি চেক পেয়ে আমার চোখ ভরে ওঠে আনন্দ অশ্রু। বুলু আকতার বলেন,অন্ন চিন্তা দূর হওয়ায় আমি নিজেকে আবার ঘুরে দাঁড়ানোর জন্যে প্রস্তুত করতে এই টাকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঞ্চয়ের টাকা হাতে পেয়ে এখন আমি স্বপ্ন দেখছি এক নতুন দিনের।