ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার ফলে আকাশপথকে অনিরাপদ বিবেচনা করে আন্তর্জাতিক বহু এয়ারলাইন্স তাদের ফ্লাইট রুট পরিবর্তন করেছে। এর প্রভাবে ঢাকাগামী অন্তত তিনটি আন্তর্জাতিক ফ্লাইটও পরিবর্তিত রুটে এসে অবতরণ করছে।
বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের ইভা এয়ার তাদের ইউরোপগামী ও ইউরোপফেরত সব ফ্লাইটের রুট পুনঃনির্ধারণ করছে, যাতে সংঘাতপূর্ণ ভারত-পাকিস্তান আকাশসীমা এড়িয়ে চলা যায়।
দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এয়ার জানিয়েছে, তারা সিওল থেকে দুবাইগামী ফ্লাইটে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে এখন মিয়ানমার, বাংলাদেশ ও ভারতের ওপর দিয়ে উড়ে যাচ্ছে।
থাই এয়ারওয়েজ জানিয়েছে, আজ বুধবার ভোর থেকে ইউরোপ ও দক্ষিণ এশিয়াগামী সব ফ্লাইট নতুন রুটে পরিচালিত হচ্ছে। এ কারণে কিছু ফ্লাইট দেরি হতে পারে বলে যাত্রীদের সতর্ক করা হয়েছে।
ভিয়েতনাম এয়ারলাইন্স জানিয়েছে, উত্তেজনাকর পরিস্থিতির কারণে তাদের ফ্লাইট পরিকল্পনায় ব্যাঘাত ঘটেছে। নতুন সময়সূচি পরে জানানো হবে।
তাইওয়ানের চায়না এয়ারলাইন্স জানিয়েছে, তারা যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পরিকল্পনা করছে, যদিও এখনও বিস্তারিত জানায়নি।
এদিকে, কাতার এয়ারওয়েজ আগামী ৪৮ ঘণ্টার জন্য পাকিস্তানে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে।
এই পরিস্থিতির কারণে ঢাকাগামী তিনটি আন্তর্জাতিক ফ্লাইট—তার্কিশ এয়ারলাইন্স, জাজিরা এয়ারওয়েজ ও কুয়েত এয়ারওয়েজ—রুট পরিবর্তন করে বাংলাদেশে পৌঁছেছে। আজ সকাল থেকেই তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে অবতরণ করছে।