শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

এমভি আবদুল্লাহর ২৩ নাবিক এখন চট্টগ্রামে

ডেস্ক রিপোর্ট

সোমালিয়ায় জলদস্যুর কবল থেকে মুক্ত হওয়া এমভি আবদুল্লাহর ২৩ নাবিক তীরে আসছেন।

মঙ্গলবার (১৪ মে) দুপুর ১২টার দিকে এমভি জাহান মণি নামে একটি লাইটার জাহাজ কুতুবদিয়া উপকূল থেকে নাবিকদের নিয়ে রওনা দিয়েছে। তাদের পরবর্তী গন্তব্য চট্টগ্রাম বন্দরের ‘এনসিটি ১’ জেটি। সেখানে বিকেল ৪টায় বীরোচিত সংবর্ধনা দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী মেহেরুল করিম জানান, দুপুর ১২টার দিকে এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে নিয়ে একটি লাইটার জাহাজ রওনা দিয়েছে। বিকাল ৪টার দিকে তাদের বন্দরের এনসিটি জেটিতে পৌঁছার কথা রয়েছে। অনুষ্ঠান শেষে নাবিকেরা নিজ নিজ বাড়িতে ফিরবেন।

এর আগে, সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টায় এমভি আবদুল্লাহ জাহাজ কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে নোঙর করে। গত ৩০ এপ্রিল ভোররাত ৪টার দিকে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর থেকে ৫৬ হাজার মেট্রিক টন চুনাপাথর নিয়ে দেশের পথে রওনা দেয়।

এমভি আবদুল্লাহ জাহাজটি কেএসআরএম গ্রুপের এসআর শিপিংয়ের মালিকানাধীন। এসআর শিপিং সূত্র জানিয়েছে, এমভি আবদুল্লাহ গত ৪ মার্চ আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে কয়লা নিয়ে যাত্রা শুরু করে। ১৯ মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের হারমিয়া বন্দরে পৌঁছানোর কথা ছিল।

এর মধ্যে ১২ মার্চ দুপুর দেড়টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুর কবলে পড়ে জাহাজটি। প্রায় এক মাস পর গত ১৩ এপ্রিল বাংলাদেশ সময় রাত ৩টায় মুক্তিপণের বিনিময়ে জাহাজসহ ২৩ নাবিক মুক্তি পায়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ