তদবির বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপির (জাতীয় কাগজ প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান) সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার (২১ মে) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন অভিযুক্ত তিনজন। এরপর সংস্থার পৃথক অনুসন্ধানকারী কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন।
গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি এনসিটিবির (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড) কাগজ সরবরাহে প্রায় ৪০০ কোটি টাকার কমিশন গ্রহণ করেছেন। পাশাপাশি ডিসি নিয়োগে তদবির ও নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অন্যদিকে, স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধে অভিযোগ, তারা তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। যদিও গতকাল মঙ্গলবার তাদের জিজ্ঞাসাবাদের কথা ছিল, তবে তারা একদিন পর আজ দুদকে হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন।
দুদক সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধানে তাদের বিরুদ্ধে পাওয়া তথ্য-উপাত্ত যাচাই ও পরবর্তী আইনি পদক্ষেপের অংশ হিসেবে এই জিজ্ঞাসাবাদ চলছে।