সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
spot_img
শিরোনাম

এই দেশে আর ফ্যাসিবাদের স্থান হবেনা ফটিকছড়িতে এনসিপির পথসভায়: হাসনাত আব্দুল্লাহ

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন। রাষ্ট্রের কোনো বাহিনীর দ্বারা আর কোনো মায়ের বুক ভবিষ্যতে খালি হবে না। গুম-খুনের রাজনীতি এ দেশে আর চলবে না।

জুলাই-আগস্টের গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপের দাবিতে সোমবার (২৬ মে) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদর বিবিরহাট বাসস্টেশনে পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এ দেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের আর কোনো স্থান হবে না। সচিবালয়ে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।

এ সময় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা ডা. তাসনিম জারা, মোঃ আতাউল্লাহ, মোঃ আকরাম উল্লাহ প্রমুখ। পরে হাসনাত আব্দুল্লাহর বহরটি ফটিকছড়ির হেঁয়াকো হয়ে মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলা প্রবেশ করে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ