চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অর্থ সংকটে মো. রফিক (২৬) নামের এক সন্তানের জনকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের হাজিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, মো. রফিক স্থানীয় খায়ের আহমদের ছেলে। তার স্ত্রী ও এক শিশুকন্যা রয়েছে। তিনি একটি চায়ের দোকানে কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের বরাতে জানা গেছে, রফিক কিছুদিন ধরে অর্থ সংকটে ভুগছিলেন। ঋণগ্রস্ত হয়ে পড়ার কারণে হতাশায় ভুগছিলেন তিনি। তার পরিবারে মা-বাবা এবং তিন ভাই থাকলেও তারা পৃথকভাবে বসবাস করতেন।
মঙ্গলবার দুপুরে রফিক তার স্ত্রী ও সন্তানকে শ্বশুরবাড়িতে রেখে আসেন। ওইদিন রাত ৯টার দিকে ঘরের দরজা বন্ধ করে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, “ঘটনার পর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অর্থ সংকটের কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে তার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”