শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

উরকিরচর ইউনিয়নে নববর্ষ বরণ উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

বাঙালীর ঐতিহ্য বাংলা  নববর্ষ বরণ ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথমবারের মতো রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়ন এর কেরানিহাট শিরিষ তলায় অনুষ্ঠিত হবে।

বর্ষবরণ অনুষ্ঠান সফল করার লক্ষ্যে রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভা উদযাপন কমিটির আহবায়ক চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট নাট্যজন ও উদযাপনি পরিষদের সচিব রূপায়ন বড়ুয়া কাজলের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ত্রিদিপ কুমার বড়ুয়া।

এসময় বর্ষবরণকে সূচারু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে আলোচনা করেন ইউপি সদস্য ও আয়োজক কমিটির কোষাধ্যক্ষ তাপস কুমার বড়ুয়া, দিবস বড়ুয়া, প্রাক্তন কাষ্টম কর্মকর্তা ও ফুটবলার অসিম বড়ুয়া অপু, আওয়ামীলীগ নেতা শেখ মফিজুর রহমান, শিক্ষক সিদুল ধর, সমাজ সেবক সমিরণ বড়ুয়া, মোহাম্মম্মদ হারুন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অলকেশ বড়ুয়া তপু, মোহাম্মদ জাকির হোসেন, শ্রীকান্ত চৌধুরী, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য রাজেশ বড়ুয়া, কবি মিলন বণিক, রাউজান প্রেসক্লাব সদস্য সাংবাদিক রতন বড়ুয়া, সাংবাদিক জুয়েল বড়ুয়া, উজ্জ্বল মুৎসুদ্দি, সংগঠক বাবু বড়ুয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন যুবনেতা  এমরান হোসেন মনির, সঞ্জয়  চৌধুরী, মোহাম্মদ রায়হান, সঞ্জয় বড়ুয়া , সংগঠক অজয় বড়ুয়া টিপু, অপু ধর প্রমুখ।

অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ