বাঙালীর ঐতিহ্য বাংলা নববর্ষ বরণ ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথমবারের মতো রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়ন এর কেরানিহাট শিরিষ তলায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের পৃষ্টপোষক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকতা শিবু প্রসাদ বড়ুয়ার বাসভবনে বর্ষবরণ অনুষ্ঠান সফল করার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সোমবার বিকাল চারটায় রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও উদযাপন কমিটির আহবায়ক চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেলের সভাপতিত্বে ও বিশিষ্ট নাট্যজন ও উদযাপনি পরিষদের সচিব রূপায়ন বড়ুয়া কাজলের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে । ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ত্রিদিপ কুমার বড়ুয়া ।
এসময় বর্ষবরণকে সূচারু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য ও আয়োজক কমিটির কোষাধ্যক্ষ তাপস কুমার বড়ুয়া, নাট্যজন স্বদেশ বড়ূয়া,সংগঠক সত্যজিত বড়ুয়া, সমাজ সেবক সুমন বড়ূয়া প্রমুখ।
উরকিরচরে নববর্ষ বরণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাউজান প্রতিনিধি